Skip to content

About

রুমা মোদক

নাট্যকার ও কথাসাহিত্যিক

রুমা মোদক (জন্মঃ ৭ মে ১৯৭০) একজন কথাসাহিত্যিক, থিয়েটার কর্মী এবং নাট্যকার। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১ টি। তারমধ্যে ১ টি কাব্যগ্রন্থ, ৬ টি ছোটগল্প সংকলন, ৩ টি নাট্যসংকলন ও ১ টি মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ। তিনি একজন নিবেদিতপ্রাণ থিয়েটার কর্মী ও নাট্যকার। তাঁর রচিত মঞ্চায়িত নাটকের সংখ্যা প্রায় ২০ টি। নাট্যকার। বাংলাদেশের কথা সাহিত্যের এক ভিন্ন স্বর তিনি। ধর্ম ও জীবনের মিথষ্ক্রিয়ায় বাংলাদেশের মানুষের জীবনে যে অমোঘ বিপন্নতা আমরা দেখি সেই ছবিটি তার গল্পে আঁকতে চান তিনি, যেন উত্তরকালের জন্য বিশ্বাসযোগ্য এক ডকুমেন্টেশনে নেমেছেন। বর্তমানে তিনি দেশ বিদেশের নানা প্রিন্টিং ও অনলাইন মাধ্যমে নিয়মিত লেখালেখি করছেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসকে নিয়ে তাঁর রচিত মঞ্চনাটক ‘জ্যোতিসংহিতা’ ঢাকা, সিলেট সহ ভারতে বহুবার প্রদর্শিত হয়। থিয়েটারভিত্তিক দেশের খ্যাতনামা সাময়িকী ‘থিয়েটারওয়ালা’র ৩৩তম সংখ্যায় স্বাধীনতার পঞ্চাশ বছরে থিয়েটারের ইতিহাসে নির্বাচিত সেরা পঞ্চাশটি নাটকের মধ্যে স্থান পেয়েছে ‘জ্যোতিসংহিতা’। রুমা মোদক হবিগঞ্জ জেলার বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বৃন্দাবন সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন। যায় যায় দিন প্রতিদিনে সাব ইডিটর হিসেবে কর্মজীবনের শুরু, বর্তমানে তিনি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।